যতদিন পর্যন্ত সংসদে বাদল অধিবেশন চলবে ততদিন দিল্লির যন্তর মন্তরে নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন কৃষকরা। বুধবার সংযুক্ত কিষান মোর্চা সহ - একাধিক কৃষক সংগঠন এই কর্মসূচির কথা জানিয়েছে। কোভিড বিধি মেনে প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার থেকে কৃষকদের এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে।
কৃষক নেতা রাকেশ টিকায়েত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''সিংঘু সীমানা থেকে অন্তত ২০০ জন আন্দোলনকারী কৃষক দিল্লির যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা দেবেন ।বিগত এক মাস ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। জানিনা কতদিন চলবে। তবে যতদিন চলুক শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন চলবে ।কেন্দ্র এই আইন নিয়ে এসেছে, কেন্দ্রই এই আইন ফিরিয়ে নেবে, হয়তো সময় লাগবে।''
দিল্লি পুলিশ শুধুমাত্র পরিচয় পত্র রয়েছে এমন কৃষকদেরই কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে। একসঙ্গে ২০০ জন আন্দোলনকারী কৃষক যন্তর-মন্তরের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি সিংঘু সীমানাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।