কৃষিজমির আগুন (Farm Fire) থেকে মাত্র ১০ শতাংশ ক্ষতি হয় রাজধানী দিল্লির (New Delhi)। যানবাহন ও শিল্প থেকে দূষণের হার অনেক বেশি। কেন্দ্র ও দিল্লি সরকার দূষণ কমাতে কী ব্যবস্থা নিয়েছে, সোমবার তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাতাসের মান নিয়ন্ত্রণে (Air Quality Control) অপ্রয়োজনীয় শিল্প-কারখানা, পরিবহন দূষণ কমানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের হলফনামায় সোমবার দিল্লি সরকার জানিয়েছে, স্থানীয় স্তরে দূষণের মাত্রা কমাতে সম্পূর্ণ লকডাউনের (Lockdown) জন্য তৈরি দিল্লি। কিন্তু, সেক্ষেত্রে প্রতিবেশী রাজ্যগুলোতেও লকডাউন দরকার। না হলে দিল্লিতে লকডাউনের কোনও প্রভাব পড়বে না। দূষণ নিয়ন্ত্রণে দিল্লি ও প্রতিবেশী রাজ্যগুলোকে নিয়ে কেন্দ্রকে একটি কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আগামী ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র ও দিল্লি সরকারকে তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়েছে, অপ্রয়োজনীয় কলকারখানা ও পরিবহণ সংক্রান্ত দূষণ বন্ধ করতে হবে দিল্লিতে। কেন্দ্র, দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর কর্মচারিদের ওয়ার্ক ফ্রম হোম করা সম্ভব কি না তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।