হরিয়ানার সিঙ্ঘু বর্ডারে আন্দোলনরত এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত কৃষকের নাম গুরপ্রীত সিং। তিনি পঞ্জাবের আমরোহ জেলার ফাতিগড় সাহিব এলাকার বাসিন্দা। কৃষক ইউনিয়নের সঙ্গেই যুক্ত ছিলেন মৃত ব্যক্তি।
কীভাবে মৃত্যু হয়েছে ওই কৃষকের, তা এখনও জানা যায়নি। মৃত কৃষকের দেহ পোস্টমর্টেমে পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু করবে স্থানীয় প্রশাসন।
কৃষি আইনের প্রতিবাদে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কিছু এলাকার কৃষকরা গত বছর নভেম্বর মাস থেকে আন্দোলন করছেন। সরকারের সঙ্গে ১১ দফা বৈঠকের পরেও সমাধান আসেনি।
গত মাসে সিঙ্ঘু সীমান্তে এক শ্রমিকের দেহ উদ্ধার করে পুলিশ। মৃত শ্রমিকের দেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ওই ঘটনায় প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও দুজন আত্মসমর্পণ করে।