আন্দোলনের (Farner Protest) এক বছর পর রাজধানী থেকে ঘরে ফিরছেন কৃষকরা। শনিবার দিল্লির (New Delhi) বিভিন্ন রাস্তায় দেখা গেল বড় বড় ট্রাক্টর আর লরির ভিড়। কোথাও চলছে সেলিব্রেশনে নাচ। কোথাও আবার কৃষকরা গাইছেন ভজন। সিঙ্ঘু (Singhu), গাজিপুর (Gazipur), টিকরি (Tikri), দিল্লির সব সীমান্তেই (Delhi Borders) ধরা পড়ল এমনই ছবি।
শনিবার ভারতীয় কিষাণ ইউনিয়নের (BKU) নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) গাজিপুর থেকে কৃষকদের ফ্লাগ অফ করেন। কৃষকদের প্রথম দলটি উত্তরপ্রদেশের বিজনুরের (Bijnur) উদ্দেশে রওনা দেয়। রাকেশ টিকায়েত জানান, আগামী বুধবার তিনি নিজে গাজিপুর ছেড়ে চলে যাবেন। সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) জানিয়েছে, ১৫ জানুয়ারি একটি রিভিউ মিটিং করবে ভারতীয় কিষাণ ইউনিয়ান। কেন্দ্র আইন প্রত্যাহার নিয়ে পদক্ষেপ না করলে ফের আন্দোলন শুরু করতে পারেন কৃষকরা।
সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই তিন কৃষি আইন প্রত্যাহার করা হয়। এরপরই বৃহস্পতিবার আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংযুক্ত কিষাণ মোর্চা।