বলিউডের অন্যতম হাই প্রোফাইল পরিচালক-প্রযোজক করণ জোহর জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী প্রোজেক্ট জালিয়ানোয়ালাবাঘ নিয়ে। তবে আপাতত ছবির বিষয়বস্তু ছাড়া আর কিছুই ফাঁস করেননি করণ! এমন কী ছবির পরিচালনায় কে থাকবেন, সেটিও না।
সি শঙ্করন নাইয়ারের লেখার ওপর ভিত্তি করে তৈরি হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ছবি। পিরিয়ড ছবি প্রযোজনার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন করণ।