যেকোনো ধরনের বাজির ওপর এবছরও স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। গতবছরের নির্দেশিকা বহাল রেখেই এবছরও কোনও ধরনের বাজি পোড়ানো যাবে না বলে নির্দেশ জারি হয়েছিল। কিন্তু বাজি নিয়ে হাইকোর্টের সেই রায় খারিজ করল সুপ্রিম কোর্ট(Supreme Court)।
সুপ্রিম কোর্টের দাবি, পরিবেশ বান্ধব বাজি (Green Firecracker) বিক্রি করা হোক। পরিবেশ বান্ধব বাজিই বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। তবে সব বাজি নিষিদ্ধ, এমনটা হতে পারে না বলেই মত শীর্ষ আদালতের। কালি পুজো(Kali puja) ও দীপাবলিতে(Diwali) কোনও ধরনের বাজিই ফাটানো যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল আতসবাজি উন্নয়ন সমিতি। বিচারপতি এনএম খানউইলকর ও বিচারপতি অজয় রাস্তোগীর বেঞ্চে সোমবার ছিল সেই মামলার শুনানি।
সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, পরিবেশের পরিস্থিনি অনুকূল থাকলে পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। সেই নির্দেশ সব রাজ্যের জন্য প্রযোজ্য বলে জানিয়েছে শীর্ষ আদালত। তাই পশ্চিমবঙ্গ সরকারকেও সেই নিয়ম মানতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বাজি নিয়ে হাইকোর্টের আলাদা রায়ে অখুশি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সোমবার বলে দিয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আদেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট আগেই বাজি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশের বিরোধিতা করেছিল, সোমবার আবার সে কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে।