শীতকালীন অধিবেশনের(Winter Session Of Parliament) প্রথম দিনেই বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর বারোটা পর্যন্ত স্থগিত থাকল অধিবেশন।
নয়া কৃষি আইন প্রত্যাহার(Farm Law Repeal) প্রসঙ্গে বিরোধী পক্ষ (0pposition) দাবি করে, আইন শুধু প্রত্যাহার করলেই হবে না, বিল পাশ হওয়ার আগে আলোচনা চাই। তবে আলোচনায় রাজি হয়নি কেন্দ্র।
কৃষক সংগঠনের দাবির সঙ্গে সঙ্গতি রেখেই কৃষিজাত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে আইনি সমর্থন দাবি করেছে বিরোধী পক্ষও। কৃষক সংগঠনের দাবি, বছরভর চলা কৃষক আন্দোলনে অন্তত ৭০০ জন কৃষক প্রাণ হারিয়েছেন। নিহত কৃষকদের পরিবারের জন্য ক্ষতিপূরণও দাবি করে বিরোধীপক্ষ।
এই সব প্রসঙ্গে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করলে দুপুর ১২ টা পর্যন্ত স্থগিত থাকে আধিবেশন।