ভারতীয় সেনাবাহিনীর ২১ প্যারা স্পেশাল ফোর্সের বিরুদ্ধে নাগাল্যান্ডের(Nagaland) রাজ্য পুলিশ এফআইআর(FIR) দায়ের করল। অভিযোগ, অসম সীমান্তের কাছে নাগাল্যান্ডের মোন জেলায় সেনাবাহিনীর 'অবাধ গুলিচালনা'র জন্য মারা যান অন্তত ১৪ জন গ্রামবাসী।
এফআইআরে অভিযোগ করা হয়েছে যে, নিরাপত্তা বাহিনীর 'উদ্দেশ্য' ছিল সাধারণ গ্রামবাসীকে 'হত্যা এবং জখম করা'।
আরও পড়ুন, Nagaland Violence: শেষ মুহূর্তে যাত্রা বাতিল, সোমবার নাগাল্যান্ড যাচ্ছেন না তৃণমূলের প্রতিনিধি দল
পুলিশ এই কথাও জানায় যে, সংশ্লিষ্ট অপারেশনটির ব্যাপারে স্থানীয় পুলিশ অথবা অসম রাইফেলসকেও অবগত করা হয়নি আগে থেকে।
ইতিমধ্যেই নাগাল্যান্ডে গুলিচালবার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে অসম রাইফেলস। বিবৃতিতে তারা জানিয়েছে, এই ঘটনার জন্য বাহিনী 'গভীরভাবে অনুতপ্ত'।