‘ভারতের সবচেয়ে জঘন্য ভাষা কোনটি?’ গুগলে সার্চ করলেই উত্তর আসছিল ‘কন্নড়’। তার জেরেই কর্নাটক সরকার আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি দেয়। গুগলের বিরুদ্ধে তীব্র সমালোচনায় ফেটে পড়েন নেটিজেনরা। আর তার পরই নিজেদের 'ভুল' শুধরে নেয় গুগল। জনগণের কাছে ক্ষমা চেয়ে গুগল অবশ্য বলেছে যে সার্চ রেজাল্ট তাদের মতামতকে প্রতিফলিত করে না।
কর্নাটকের কন্নড়, সংস্কৃতি ও বন মন্ত্রী অরবিন্দ লিম্বাবালি সাংবাদিকদের বলেছেন যে এরকম ফলাফল দেখানোর জন্য গুগলকে আইনি নোটিস দেওয়া হবে। পরে তিনি ক্ষোভ প্রকাশ করে টুইট করেন। গুগলের ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
এই বিষয়ে যোগাযোগ করা হলে গুগলের এক মুখপাত্র বলেন, ‘‘সার্চ রেজাল্টে সবসময় গুগলের মতামত প্রতিফলিত হয় না"