দেশে করোনা আক্রান্তের সংখ্যা জানার জন্য বাড়ানো হবে পরীক্ষা। দৈনিক ২৫ লক্ষ করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা স্থির করল কেন্দ্রীয় সরকার। বুধবার দিল্লির সফদরজং করোনা হাসপাতাল পরিদর্শনে গিয়ে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, "মঙ্গলবার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা পরীক্ষা হয়েছে ভারতে। একদিনে ২০ লক্ষ পরীক্ষা করা হয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা ২৫ লক্ষে নিয়ে যাবে ভারত।" ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবারই দেশে ২০ লক্ষ ৮ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা একপ্রকার রেকর্ড।