আধার-প্যান লিঙ্কের সময়সীমা ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে আধার-প্যান লিঙ্ক করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ৬ মাস পিছিয়ে দেওয়া হল সময়সীমা। এর আগেও বেশ কয়েকবার এই সময়সীমা পিছিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।
আগামী ৩১ মার্চ ২০২২ নতুন ডেডলাইন। এর মধ্যেই আধার-প্যান কার্ড সংযুক্তিকরণ সেরে ফেলতে হবে সকলকে। সময়সীমা পেরিয়ে গেলেও যদি প্যান-আধার লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে এর প্রভাব পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। টাকা লেনদেনে সমস্যা হতে পারে।
জেনে নিন কী ভাবে আধার-প্যান যুক্ত করবেন
এর আগে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা স্থির করা হয়েছিল। অন্যথা ১,০০০ টাকা জরিমানা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো সংযুক্তিকরণের কাজ করে উঠতে পারেননি। সেই কারণেই সময়সীমা আরও বর্ধিত করা হয়।