ত্রিপুরা ইস্যু নিয়ে সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) দফতরে চিঠি লিখে দেখা করার আবেদন করে তৃণমূলের প্রতিনিধি দল (TMC delegate Team)। সেই আবেদন খারিজ করে দিল স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর। এরপরই অমিত শাহের (Amit Shah) দফতরের বাইরে ধর্না শুরু করলেন তৃণমূল সাংসদরা।
ত্রিপুরার সন্ত্রাস (Tripura Violence) নিয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লেখে তৃণমূল। রবিবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) গ্রেফতারের পরই ১৬ জন সাংসদকে দিল্লি যাওয়ার নির্দেশ দেয় দল। রবিবার রাতেই দিল্লি পৌঁছন সৌগত রায় (Sougata Roy), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), দোলা সেনরা (Dola Sen)। স্বরাষ্ট্রমন্ত্রক তৃণমূলের দেখা করার আবেদন খারিজ করার পরই ধর্না শুরু করেন তৃণমূল সাংসদরা।
ত্রিপুরা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "গত চার মাস ধরে গণতন্ত্রের ওপর আক্রমণ করছে বিজেপি। পুলিশ ও গুন্ডাদের দিয়ে তৃণমূলের কর্মসূচি বানচাল করার চেষ্টা করছে বিজেপি। আমরা লড়াই চালিয়ে যাব। ত্রিপুরা হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছে বিজেপি।"