কোভিড (Coronavirus) এবং লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করেছে - অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা (Atal Bimit Vyakti Kalyan Yojana)। এই প্রকল্পটি পরিচালনা করছে এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ESIC)। ৫০ হাজার কর্মহীন মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। এই প্রকল্পে নাম নথিভুক্ত করানোর সময়সীমা বাড়িয়ে ২০২২-এর ৩০ জুন করা হয়েছে।
West Bengal Lockdown: রাজ্যের সমস্ত কলকারখানায় ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু
এক জন কর্মহীন ব্যক্তি এই ভাতার সুবিধা পাবেন তিন মাস। গড় বেতনের ৫০ শতাংশ দাবি করা যাবে এই প্রকল্পের মাধ্যমে। ইএসআইসি-র আওতায় রয়েছেন এমন কর্মীরা ইএসআইসি-র কোনও শাখায় গিয়ে আবেদন করতে পারেন।
কোনও বেসরকারি সংস্থায় (সংগঠিত ক্ষেত্র) কাজ করতেন এমন ব্যক্তি যাঁর প্রভিডেন্ট ফান্ড (PF) এবং ESI প্রতি মাসে কাটা হত।
সংস্থার কার্ড বা তথ্যের ভিত্তিতেই ওই কর্মী এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পেতে মাসিক আয় ২১ হাজারের নীচে হতে হবে।
ESIC-র ওয়েবসাইটে গিয়ে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা-র ফর্ম ডাউনলোড করতে হবে। এই লিঙ্ক থেকে ফর্ম ডাউনলোড করা যাবে—https://www.esic.nic.in/attachments/circularfile/93e904d2e3084d65fdf77932
ফর্ম পূরণ করার পর সেটি নিকটবর্তী ইএসআইসি-র শাখায় জমা দিতে হবে। ২০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর নোটারিকে দিয়ে হলফনামা লেখাতে হবে। সেটা ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে। এ ছাড়া এবি-১ এবং এবি-৪ ফর্মও জমা দিতে হবে।