বৃষ্টি কমেছে, কিন্তু এখনও জল নামেনি বহু জায়গায়। জল যন্ত্রণার ছবি রাজ্য়ের একাধিক জেলায়। এরমধ্যেই সবথেকে খারাপ অবস্থা হাওড়ার উদয়নারায়ণপুরের। এখনও জলের তলায় আমতা, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। জমি, রাস্তা থেকে বসতবাড়ি সবই জলের তলায়। নষ্ট হয়েছে ফসল।
জলের তলায় উদয়নারায়ণপুরের শতাধিক গ্রাম। জলবন্দি আমতার ৩০টি গ্রামের মানু।। যুদ্ধকালীন তৎপরতায় দুর্গতদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে NDRF ও SDRF। এরমধ্যেই নতুন করে বিপদ বাড়িয়েছে DVC-র ছাড়া জল। জলের তোড়ে নতুন করে প্লাবিত একাধিক এলাকা। নদীবাঁধ মেরামতিতে হাত লাগিয়েছেন গ্রামের বাসিন্দারাই।