সাফ কাপের(Saff cup) প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর এখন ভারতীয় দল(Indian football team) যথেষ্টই অগোছালো। তার পাশাপাশিই চলছে চুড়ান্ত প্রস্তুতি। তবে ফাইনাল খেলা নিশ্চিত করতে হলে বাকি তিনটি ম্যাচ জিততেই হবে সুনীল ছেত্রীদের(Sunil Chhetri)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ প্রথম বড়ো পরীক্ষা।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে নক-আউট পর্ব নেই। গ্রুপ পর্বে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। এই পরিস্থিতিতে ভারতের সাম্প্রতিক পারফর্ম্যান্স সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে নেপাল। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট চার। তৃতীয় স্থানে রয়েছেন সুনীলরা। এক ম্যাচে এক পয়েন্ট ভারতের। বাকি দুই দেশ শ্রীলঙ্কা ও মলদ্বীপ এখনও পর্যন্ত কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি। প্রতিযোগিতার আয়োজক দেশ মলদ্বীপ একটি ম্যাচ খেলেছে।