১৮ মাস পর বিদেশি পর্যটকদের (Foreign Tourist) ওপর থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলল ভারত। দুটি টিকাকরণ (Fully Vaccinated) হয়ে গেলে বাণিজ্যিক বিমানে ভারতে প্রবেশে আর কোনও বাধা রইল না পর্যটকদের।
দেশজুড়ে কোভিডের (Covid 19) প্রকোপ কমছে। সঙ্গে বাড়ছে টিকাকরণের হারও। তার মধ্যেই পর্যটকদের এদেশে প্রবেশ সংক্রান্ত কেন্দ্রের এই সিদ্ধান্তকে 'ইতিবাচক' হিসেবেই দেখছে বিভিন্নমহল। তবে পর্যটকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে টিকাকরণ ছাড়াও আরও কিছু নিয়ম মানতে হবে। বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে কোভিড টেস্ট (Covid Test) নেগেটিভ থাকতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিশেষ ক্ষেত্রে ভারতীয় এয়ারপোর্টে নামার পরেও কোভিড টেস্ট হতে পারে বিদেশি পর্যটকদের।
আমেরিকা, গ্রেট ব্রিটেন ও ইউরোপের বেশ কিছু দেশের সঙ্গে চুক্তি আছে ভারতের। যৌথভাবে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের মান্যতা দেবে দুই দেশ। সেই দেশের পর্যটকরা এয়ারপোর্টে কোভিড টেস্ট না করিয়েই প্রবেশ করতে পারেন।
২০২০ সালের মার্চ মাসের পর প্রথম বিদেশি পর্যটকদের ভারতে ঢোকার অনুমতি দিল কেন্দ্র।