করোনা আবহে এক মাসে মুদ্রাস্ফীতির হার বেড়েছে প্রায় আড়াই শতাংশ। গত এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ১০.৪৯ শতাংশ। গত মে মাসে অসংশোধিত মুদ্রাস্ফীতির হার ১২.৪৯ শতাংশ। অর্থনীতিবিদদের একাংশের মত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই এই মুদ্রাস্ফীতি। কোভিডের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহে ক্ষতি হয়েছে। তার কারণে দাম বেড়েছে।