অতিমারীর কারণে (Coronavirus pandemic) দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ১৫ ডিসেম্বর থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক উড়ান (International Flight)। তবে সম্পূর্ণ আগের মতো নয়। ১৪টি দেশের সঙ্গে ভারতের নিয়মিত বিমান যোগাযোগ আপাতত শুরু হচ্ছে না। এই দেশগুলি হল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে ও সিঙ্গাপুর।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সারা বিশ্বে বর্তমানে করোনা পরিস্থিতি, বিশেষ করে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ার বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ফের আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
West Bengal Covid Update : রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৭১০ জন, মৃত ৯
দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা ও হংকং, এই তিনটি দেশকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে সেখান থেকে আসা যাত্রীদের ওপর নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার ৬টি দেশে উড়ান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে ব্রিটেন।