স্বাধীনতা দিবসে (Independence Day) বড়সড় জঙ্গি হামলার (terrorist sttack) ছক ভেস্তে দিল নিরাপত্তা বাহিনী, ৪ জৈশ-ই মহম্মদ জঙ্গীকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক-সহ চার জইশ (Jaish-e-Mohammed)
পাকড়াও করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গিরা ড্রোনের মাধ্যমে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে অস্ত্র ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল। স্বাধীনতা দিবসের আগে বড়সড় হামলার পরিকল্পনা ছিল। সূত্রের খবর, মোটরসাইকেলে আইইডি ব্যবহার করে হামলার ছক ছিল জঙ্গিদের।