সামনের সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করা হোক সাংবাদিকদেরও। এই আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল দিল্লির রাজ্য সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই কথা জানিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের উচিত সাংবাদিকদের প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিবেচনা করা। কারণ তাঁদের অনেকেই করোনা আবহেও রাস্তায় নেমে কাজ করেন। দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেজরিওয়ালের তরফে সাংবাদিকদের করোনা টিকার বন্দোবস্ত করার আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে।