কংগ্রেসে যোগ দেওয়ার আগে পাটনার সিপিআই (CPI) পার্টি অফিস থেকে এসি খুলে নিলেন কানাইহা কুমার। একথাই জানালেন পাটনার রাজ্য সম্পাদক রামনরেশ পাণ্ডে। নিজের পয়সায় এসি কিনেছেন কানহাইয়া কুমার। তাই আপত্তির প্রশ্ন নেই, জানিয়েছেন রামনরেশ পাণ্ডে।
পাটনায় সিপিআইয়ের রাজ্য সম্পাদক রামনরেশ পাণ্ডে এই এসি খোলার বিষয় মুখ খুলেছেন। তিনি বলেন, "কানাইহা নিজে পয়সা খরচ করে অফিসে এসি লাগিয়েছিল। তাই যখন ও এর অনুমতি চায়, আমরা বারণ করিনি।"
জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রাক্তন ছাত্র কানাইহা কুমার ও জিগনেশ মেওয়ানি (jignesh Mewani) মঙ্গলবার কংগ্রেসে যোগ দিয়েছেন।
রাজ্য সম্পাদক রামনরেশবাবু মনে করেন, শেষ মুহূর্তে হয়তো কংগ্রেসে যোগ দেবেন না কানহাইয়া। তিনি বলেন, "কানহাইয়ার আদ্যপ্রান্ত কমিউনিস্ট। এই ধরনের মানুষ আজীবন আদর্শে অবিচল থাকে। আশা করি, ও কংগ্রেসে যাবে না।"