প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং(Kalyan Singh)। দীর্ঘ সময় অসুস্থ থাকার পর শনিবার সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লিতে তাঁর জীবনাবসান হয় তাঁর। বয়স হয়েছিল ৮৯ । আজীবন বিজেপির একনিষ্ঠ সদস্য ছিলেন কল্যাণ সিং(Kalyan Singh)। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার সময় তিনিই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন। । গত মাসের ৪ জুলাই থেকে আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি।
কল্যাণ সিংয়ের(Kalyan Singh) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(NARENDRA MODI)। পরপর তিনটি টুইটে কল্যাণ সিংয়ের স্মৃতিচারণা করেন তিনি। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, উত্তর প্রদেশের উন্নয়নে কল্যান সিংয়ের অবদান ছিল অবিস্মরণীয়। ভারতীয় সংস্কৃতি নতুন রূপে তুলে ধরার জন্য পরের কয়েক প্রজন্ম কল্যাণ সিংয়ের কাছে ঋণী থাকবে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
]ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতির প্রতি তাঁর গভীর টানের কথাও ব্যক্ত করেন নরেন্দ্র মোদী।অন্যদিকে, এই দুঃসংবাদ পাওয়ার পরই হাসপাতালে পৌঁছে যান উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও শোকপ্রকাশ করেন। সূত্রের খবর, আগামী তিনদিন জুড়ে শোকপালন করা হবে যোগী রাজ্যে।