অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবার আন্দোলনরত কৃষকদের (protestors) বিরুদ্ধে তাঁর গাড়িতে হামলার অভিযোগ করলেন। মানালি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন এই বলিউড অভিনেত্রী। মাঝপথে বুঙ্গা সাহিব এলকায় তাঁর গাড়ি আন্দোলনকারীরা ঘিরে ফেলেন বলে অভিযোগ।
গাড়িটি ঘিরে ফেলে আন্দোলনরত কৃষকরা দাবি জানান যে, কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে কঙ্গনার গাড়িকে ছাড়া হবে না, এমন কথাও শোনা যায় আন্দোলনকারীদের মুখে। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে।
অন্যদিকে, কঙ্গনার অভিযোগ, পুলিশ না থাকলে তাঁর ওপর হামলা চলতে পারতো। তাঁর কথায়, ‘আমার বিরুদ্ধে অনেকেই রাজনীতি করছেন। তার ফলই এই ঘটনা’। তাঁকে গালিগালাজ করা হয়েছে এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে, বলে অভিযোগ করেন কঙ্গনা।