মুম্বাই ক্রুজ শিপ মাদক মামলায় এবার নতুন মোড়। মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ানের জড়িত থাকার ঘটনাটি রবিবার এক সাক্ষী স্বীকার করেছেন।
বিজয় পাগাড়ে নামক ঐ সাক্ষী সংবাদ সংস্থা এএনআইকে(ANI) যে কথা জানান, তাতে এই মামলায় আরেক সাক্ষী বিজেপি নেতা মনীশ ভানুশালির কথা উঠে এসেছে। আরিয়ান খানের মামলাটি মীমাংসা করার জন্য ১৮ কোটি টাকার চুক্তি হয়েছে বলে ঐ বিজেপি নেতাকে তিনি বলতে শুনেছেন।
এনসিবির(NCB) স্বাধীন সাক্ষীদের মধ্যেই একজন হলেন এই ভানুশালি। তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন কেপি গোসাভি।
পাগাড়ে দাবি করেছেন, আরিয়ান খান মাদক মামলায় এনসিপি(NCP) দলের এক প্রতিষ্ঠাতা সদস্য সুনীল পাটিল গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। তিনি ভানুশালিকে এই ষড়যন্ত্র সম্পর্কে জানিয়েছেন, যে হোটেলে তিনি নিজেও উপস্থিত ছিলেন।