লখিমপুর খেড়িতে (Lakhimpur Kheri) ৪ কৃষক সহ ৮ জনের মৃত্যুর ঘটনায় আজই শুনানি হবে সুপ্রিম কোর্টে।
লখিমপুর খেরি কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কালক্ষেপ না করে বৃহস্পতিবারই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে গঠিত বেঞ্চে শুনানি হবে।
বুধবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) পৌঁছে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে ছিলেন ছত্তিশগড়ের ভুপেশ বাঘেল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি। সোমবার থেকেই সেখানে পৌঁছনোর চেষ্টা করছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তাঁকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে উত্তরপ্রদেশের পুলিশ। প্রাথমিক ভাবে অনুমতি পাননি রাহুলও (Rahul Gandhi)। কিন্তু শেষ পর্যন্ত বুধবার দুপুরে তাঁদের লখিমপুরে আসার অনুমতি দেয় যোগী প্রশাসন।
TMC on Lakhimpur: পদে পদে বাধা, হার না মেনে লখিমপুরে তৃণমূল প্রতিনিধি দল, কী বললেন তাঁরা?
লখিমপুরের ঘটনায় উত্তাল গোটা দেশ। পথে নেমেছেন বিরোধীরা। এবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করল শীর্ষ আদালত।