৩০ অক্টোবর বিহারে উপনির্বাচন। ঠিক তার আগে রাষ্ট্রীয় জনতা দল(RJD) সভাপতি লালুপ্রসাদ যাদব রবিবারে কংগ্রেস-আরজেডি জোটের সমাপ্তি ঘোষণা করে দিলেন।
নির্বাচনে কংগ্রেসের চূড়ান্ত হতাশাজনক হারের পর লালু প্রশ্ন তুলেছেন তিনি কি কংগ্রেসকে হারার জন্য আসন ছাড়বেন?
ইতিমধ্যেই কংগ্রেসের থেকেও মহাজোট ভেঙে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তাঁরা ২০২৪ নির্বাচনে ২৪টি লোকসভা আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যখন কংগ্রেসের(INC) চূড়ান্ত খারাপ নির্বাচনী ফলাফলের দিকে ইঙ্গিত করে আরজেডি একটিও সিট ছাড়তে রাজি হয় না, তখন থেকেই এই লড়াই চলছে।
২০২০ সালে যেখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে সেই কুসেশ্বর আস্থান আসন থেকে আরজেডির প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টিকে অসন্তুষ্ট করেছে। আরজেডির বিরুদ্ধে বিজেপিকে সাথে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছে কংগ্রেস।
জাতীয় পার্টি(National Party) হিসেবে কংগ্রেসের জয়ের শতাংশ আরজেডির বেশকিছু নেতাকে কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন তুলতে একপ্রকার বাধ্য করে।
শুধু তাই নয়, আরজেডি(RJD) বিশ্বাস করে বিহারে কংগ্রেসকে(INC) তার আসন সংখ্যার চেয়ে অনেক বেশি আসন ছাড়া হয়েছিল।