শ্রীনগরের পারিমপোরা এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে পাকিস্তানের শীর্ষ লস্কর ই তৈবা কমান্ডারের মৃত্যু। জঙ্গিরা হামলা চালাতে পাকে বলে সূত্রের মারফৎ খবর পেয়েই ঘটনাস্থলে নাকা চেকিং শুরু করে সেনা। সেই সময় কটি সন্দেহজনক গাড়িকে দেখে দাঁড় করানো হয়। গাড়িতে বসে থাকা দুজনকে মাস্ক খুলতে বলেন অফিসাররা। সেই সময় এক জঙ্গি ব্যাগ খুলে গ্রেনেড বের করতেই , মুহূর্তে তাকে ধরে ফেলে সেনা। চলে জিজ্ঞাসাবাদ। এরপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে , সে পাল্টা সেনাকে টার্গেট করে হামলা চলতে থাকে একটি বাড়ি থেকে। পাল্টা গুলি চালায় সেনা। মৃত্যু হয় দুই জঙ্গির। জানা গিয়েছে মৃত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর ই তৈবার কমান্ডার নদিম আব্রার।