নির্ধারিত সময়ের আগেই লোকসভায়(LOK SABHA) শেষ হল সংসদের বাদল অধিবেশন( Monsoon session)। ১৩ অগাস্ট অর্থাৎ আগামী শুক্রবার সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু বিরোধীদের(OPPOSITION) বিক্ষোভ, হইহুল্লোড়ের মধ্যে প্রত্যাশা মতো কাজ হয়নি বলেই আজই লোকসভায় বাদল অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা(OM BIRLA)।তিনি জানান বিরোধীদের হট্টগোলের জেরে মাত্র ২২ শতাংশ কাজ হয়েছে।ন বিরোধীদের হই-হট্টগোলে বিগত ১৯ দিন ধরেই অধিবেশন ব্যহত হয়েছে।
দিনকয়েক আগেই লোকসভার স্পিকার ওম বিড়লা সতর্ক করেছিলেন বিরোধী দলনেতাদের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও(RAJNATH SING) রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে(Mallikarjun Kharge) ফোন করে সুষ্ঠভাবে অধিবেশন পরিচালনার কাজে সহায়তার জন্য অনুরোধ করেছিলেন।
কিন্তু বিরোধীরা তাতে সাড়া দেননি।এই পরিস্থিতিতেই এ বার অধিবেশন স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার