মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে বন্যা ও তার জেরে ভূমিধসে মৃতের সংখ্যা ১৪৫ পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ২ লক্ষ ৯০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মহারাষ্ট্রের ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, রাইগড় ও সাতারা জেলায় মৃতের সংখ্যা সব থেকে বেশি। ওই দু'টি জেলা থেকে নতুন করে ৩৬টি দেহ উদ্ধার হয়েছে। রাইগড়ের মাহাদ মহকুমায় ভূমিধসের ফলে একটি গ্রামের ৩৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে বলে খবর।
এনডিআরএফ-এর ২৫টি দল, সেনার তিনটি দল, নেভির ৫টি দল এবং কোস্ট গার্ডের দু'টি দল উদ্ধারকাজ চালাচ্ছে।