দু'দিনের মুম্বই সফরে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। মঙ্গলবার সন্ধেবেলা বৈঠক করবেন শিবসেনার নেতা আদিত্য ঠাকরে (Aditya Thakray) ও সঞ্জয় রাউতের (Sanjay Raut) সঙ্গে। বুধবার বৈঠক এনসিপি (NCP) নেতা শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে। মুম্বই সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি মুম্বই যাচ্ছি, আমার একটা মিটিং আছে। ইয়াং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, YPO করে ওরা প্রত্যেক বছর। আমি আগেও গিয়েছি। ইন্ডাস্ট্রির ওপর বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছে। আমাকে যেতে হচ্ছে, আমার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন আছে। সেই জন্যই আমি যাচ্ছি।"
মুম্বইয়ে বিজেপি বিরোধী শক্তি শিবসেনা ও এনসিপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, "যখন মুম্বই যাই, উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করি। ও এখন অসুস্থ। অপারেশন হয়েছে। ছেলে আদিত্য ঠাকরে হোটেলে দেখা করতে আসবেন। ইনফেকশনের জন্য অ্যালাও করছে না ডাক্তাররা। সিদ্ধিবিনায়ক মন্দিরে যাব। একটা পুলিশ মেমোরিয়াল আছে। সেখানে যাব। ২৬/১১ ঘটনার পর হয়েছিল ওটা। আগামীকাল সিভিক সোসাইটিদের সঙ্গে মিটিং আছে। তারপর শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক আছে।"