সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, দিল্লি পৌঁছেই অমিত শাহের (Amit Shah) অফিসের সামনে ধর্নামঞ্চে বসে থাকা তৃণমূল সাংসদদের সঙ্গে তিনি দেখা করবেন । তিনি এ কথাও জানান যে, 'আমি ধর্নায় যোগ দেব না।'
সংবাদমাধ্যমের সামনে তিনি রীতিমতো তুলোধনা করেন কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে।
তিনি অভিযোগ করেন, গতকাল রাত থেকে তাঁর দলের সাংসদরা অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইলেও স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের সময় দেননি।
তাঁর কথায়, অমিত শাহের এইটুকু ‘সৌজন্যবোধ’ নেই যে গতকাল রাত থেকে তাঁর অফিসের সামনে অপেক্ষমান তৃণমূল সাংসদদের তিনি একটু সময় দেওয়ার কথা বিবেচনা করবেন।
তিনি বলেন, ''আমি আজকে দিল্লি যাচ্ছি। আমার আগেই যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে পরশুদিন। আপনারা জানেন। বিশেষ করে বিএসএফের ইস্যুটা নিয়ে কথা বলতে যাচ্ছি। গায়ের জোরে এলাকা দখল করতে দেবো না। বিজেপি যেভাবে গায়ের জোরে এই ধরনের এজেন্সিকে নিজেদের পার্টির কাজে লাগাচ্ছে, তা তো ঠিক নয়।''