পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননার চেষ্টার অভিযোগে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে (Amritsar Golden Temple) এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ (Man Beaten to Deatn) উঠল। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Poll) আগে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্বর্ণমন্দিরে সন্ধ্যাকালীন প্রার্থনা চলাকালীন এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রার্থনা চলাকালীন ওই ব্যক্তি লাফিয়ে লোহার গ্রিল দিয়ে ঘেরা জায়গায় রাখা গুরু গ্রন্থ সাহিবের কাছাকাছই পৌঁছে যান। তার পর হাত বাড়িয়ে তলোয়ারটি নিতে যান। ছুটে আসে জনতা। এরপরই মন্দিরের মধ্যেই তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ।
MODI ON YOGI : ইউপি+যোগী = উপযোগী, উত্তরপ্রদেশ ভোটে নয়া স্লোগান মোদীর
স্বর্ণমন্দিরের ঘেরা ওই জায়গাটিতে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ 'গুরু গ্রন্থ সাহিব' রাখা রয়েছে। একমাত্র গ্রন্থি শিখরাই ওই ঘেরা জায়গায় প্রবেশ করতে পারেন। ওই যুবক পবিত্র গ্রন্থ ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন বলে অভিযোগ। শুরু হয়েছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।