কৃষক আন্দোলনের মূল মঞ্চের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হওয়া দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল শুক্রবার। সেই ঘটনায় শুক্রবার সন্ধেতেই অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, সরবজিৎ সিং নামের ওই ব্যক্তি শিখদের নিহং সম্প্রদায়েরই একজন। পুলিশের কাছে আত্মসমর্পণ করে তিনি বলেন, এই নৃশংস খুনের জন্য তিনিই দায়ী। মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সরবজিৎ সিংকে আদালতে পেশ করা হবে।
নিহত লকবীর সিং-এর বয়স ৩৫। দলিত সম্প্রদায়ের এই ব্যক্তির পাঞ্জাবের চিমা খুর্দ গ্রামের বাসিন্দা। বাড়িতে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। কোনওপ্রকার অপরাধের সঙ্গেও যুক্ত ছিলেন না তিনি।