মথুরায় নিষিদ্ধ ঘোষণা করা হল মদ ও মাংস। জন্মাষ্টমীর দিনই এই ঘোষণা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি জানিয়েছেন, মদ ও মাংসের কোনও ব্যবসা যাতে না চলে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের ব্যবসার সঙ্গে যাতে কেউ যুক্ত না হন, সেই ব্যাপারে তৎপর থাকবে প্রশাসন।
এ দিন লখনউতে কৃষ্ণউৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এ কথা বলেন যোগী। তিনি উল্লেখ করেন, যারা বর্তমানে মদ কিংবা মাংসের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তারা যাতে দুধ বিক্রির কাজে যুক্ত হন
।এতেই মথুরার গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে উল্লেখ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।