টাইম ম্যাগাজিনের বিচারে ২০২১ -এ সারা বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী নেতৃত্বের তালিকায় এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভারতীয় হিসেবে এই তালিকায় মোদী-মমতা ছাড়াও জায়গা পেয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালাও৷ বুধবারই এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে৷
আরও পড়ুন, টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় শাহীনবাগের দাদি বিলকিস
পৃথিবীর প্রথম ১০০ জন প্রভাবশালী নেতা নেতৃদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং মেগান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গেই একই সারিতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় স্থান পাওয়া ১০০ জনের প্রত্যেকের বর্ণনা দিয়ে একটি করে প্রচ্ছদও প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন৷