জরুরি অবস্থার ৪৬ তম বছরে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
১৯৭৫ সালের ২৫ জুন দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, 'জরুরি অবস্থার কালো দিনগুলি আমরা কখনও ভুলে যাব না। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পরিকল্পিত ভাবে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছিল।' ভারতের গণতন্ত্রাতিক চেতনাকে শক্তিশালী করতে, সংবিধানের মর্মবস্তুকে রক্ষা করতে শপথগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী লিখেছেন, 'জরুরি অবস্থার মাধ্যমে কংগ্রেস ভারতের গণতন্ত্রকে বিপন্ন করেছিল। জরুরি অবস্থার বিরুদ্ধে যাঁরা লড়াই করেছিলেন, তাঁদের শ্রদ্ধা জানাই।'
অমিত শাহ দাবি করেছেন, 'একটি পরিবারের বিরুদ্ধে যাতে আওয়াজ না ওঠে, তাই জরুরি অবস্থা জারি করা হয়।'