কতটা পথ পেরলো তবে মনের মানুষের দেখা পাওয়া যায়? সেই গল্পই লিখতে চলেছেন শ্রীনগরের ফহিম মাজির।৮১৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে শ্রীনগর (Srinagar) থেকে দিল্লি (Delhi) আসবেন ফহিম নাজির শাহ। উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া। নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সবথেকে বড় ফ্যান হিসাবে দাবি করা ২৮ বছরের ওই কাশ্মীরী যুবক ইতিমধ্য়েই ২০০ কিলোমিটার পথ পার করে ফেলেছেন।
মাঝেমধ্যে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করা ফহিম রবিবার উধমপুরে পৌঁছয়। সেখানেই আপাতত দুদিনের জন্য বিশ্রাম নেবেন তিনি। এরপর ফের দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ফহিম আশাবাদী যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার স্বপ্ন এ বার পূরণ হবেই। ফহিম জানিয়েছেন, “তিনি প্রধানমন্ত্রীর মোদীর বিশাল বড় ফ্যান। তাঁর সঙ্গে দেখা করতেই পায়ে হেঁটে দিল্লি রওনা।