স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নরেন্দ্র মোদী। অমিত শাহ ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ-সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী রবিবারের এই জরুরি বৈঠকে অংশ নেন। দিল্লিতে মোদীর বাসভবনে এই বৈঠক হয় বলে খবর পাওয়া গিয়েছে। বৈঠকে অমিত, রাজনাথ ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রেলমন্ত্রী পীযূষ গয়াল। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি নিয়ে রবিবার বিস্তারিত আলোচনা করেছেন মোদী। যদিও, কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি।