৭৫ তম স্বাধীনতা দিবসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এল করোনা মোকাবিলায় দেশের লডাইয়ের কথা। তিনি বলেছেন, ভারতীয়রা করোনার বিরুদ্ধে লড়াইয়ে অসীম ধৈর্য্যের পরিচয় দিয়েছেন। আমাদের শিল্পপতি ও বিজ্ঞানীদের ক্ষমতার ফলশ্রুতিতে ভারতকে আজ ভ্যাকসিনের জন্য অন্য কোনও দেশের ওপর নির্ভর করতে হয় না।
প্রধানমন্ত্রী করোনা অতিমারী মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, আমাদের চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মী, সাফাই কর্মীরা করোনার মোকাবিলায় দিনরাত পরিশ্রম করে তাঁদের কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন। বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির জন্য নিরলস প্রয়াস চালিয়েছেন। এছাড়াও আরও কোটি কোটি নাগরিক সেবার মনোভাব নিয়ে যে কাজ করেছেন, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়.
স্বাধীনতা দিবসের ভাষণে মোদী দাবি করেন, বিশ্বে সর্ববৃহৎ টিকাকরণ অভিযান চলছে ভারতে। ৫৪ কোটির বেশি মানুষ এখনও পর্যন্ত করোনা টিকার ডোজ পেয়েছেন।