অবশেষে বিদায় নিল বর্ষা। বৃহস্পতিবার একথা জানাল মৌসম ভবন। এই মরশুমে গড় বৃষ্টিপাত ৯৯ শতাংশ। অনেক বছর পর এবার দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। এই বছর গড় বৃষ্টিপাত স্বাভাবিক হলেও প্রত্যেক মাসে সমান হারে বৃষ্টি হয়নি। চার মাসের গড় ভালো হলেও প্রত্যেক মাসের হিসেবে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে ৩৭.১ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। জুন মাসেও ৯.৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়। জুলাই ও অগাস্টে বৃষ্টিতে ঘাটতি দেখা যায়। অগাস্ট মাসে ২৪ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল। মৌসম ভবন জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর ও পশ্চিম ভারত থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু দেশজুড়়ে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত ও ঘূর্ণিঝড়ের জন্য বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। এখনও অনেক রাজ্যে বৃষ্টি হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে নয়, নিম্নচাপের ফলেই এই বৃষ্টি হচ্ছে।