মহাত্মা গান্ধীর (Gandhi) জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। কাশ্মীরের পাহাড়তলি থেকে আরব সাগরের তীর অবধি গোটা ভারত নতজানু জাতির পিতা গান্ধীজির (Gandhiji) প্রতি অপরিসীম শ্রদ্ধায়।
গান্ধীজিকে বাদ দিয়ে ভারতের ইতিহাস রচনা করাই যায় না। বস্তুত, পরাধীন ভারতের মুক্তি আন্দোলন এবং মোহনদাস করমচাঁদ গান্ধী একে অন্যের সঙ্গে মিশে গিয়েছেন৷ তিনিই প্রথম জাতীয় স্বাধীনতার আন্দোলনকে পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে।
১৯১৭-১৮ সালে তিনটি সত্যাগ্রহের মাধ্যমে ভারতীয় রাজনীতির ইতিহাসে গান্ধী যুগের সূচনা। এরপর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের মতো লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি।
Gandhi Jayanti: ভারতীয় চলচ্চিত্রে রুপোলি পর্দায় ফুটে ওঠা বাপু জি, এবং গান্ধিবাদের আদর্শ
অহিংসা এবং সত্যাগ্রহ- তাঁর প্রধান মন্ত্র। গান্ধীজিকে হত্যা করা হয়েছে, কিন্তু তাঁর আদর্শ এখন জীবন্ত। তার মৃত্যু নেই।