দেশের দৈনিক সংক্রমণ ঊর্দ্ধমুখী।
সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮ । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,
আপাতত দেশে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৯৪৬ জন।
সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪লক্ষ ১৩হাজার ৭১৮