১৯ জুলাই থেকে শুরু হতে পারে সংসদের বাদল অধিবেশন। ১৩ আগস্ট এই অধিবেশন শেষ হওয়ার কথা। সংসদ সূত্রে মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে। প্রথামাফিক জুলাইয়ের তৃতীয় সপ্তাহে বাদল অধিবেশন বসে আর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্টের আগে শেষ হয়। সেই প্রথা এবার মানা হবে কি? ঠিক করবে সংসদ বিশয়ক ক্যাবিনেট কমিটি।
জানা গিয়েছে, সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার অন্তত একটি ডোজ বাধ্যতামুলক করতে পারে স্পিকার অফিস। কোভিড বিধি মেনেই চলবে অধিবেশন। এমনটাই সূত্রের খবর। এদিকে, রিযায়ীদের বিশেষ নজর দিয়ে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ‘এক দেশ এক রেশন’ প্রকল্প চালুর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এভং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।