বিনামূল্যে রেশন দেওয়া কি বন্ধ করে দেবে কেন্দ্র! কেন্দ্রীয় খাদ্যসচিবের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। করোনা পরিস্থিতিতে গতবছর থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন পরিষেবা শুরু হয়। তার মেয়াদ শেষ হয়ে যাবে এবছর ৩০ নভেম্বর। এই প্রকল্পের মেয়াদবৃদ্ধি হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শুক্রবার কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে বলেন, "দেশের অর্থনীতি অল্প অল্প করে ঘুরে দাঁড়াচ্ছে। খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে। তাই এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নিয়ে কোনও প্রস্তাব আসেনি। বিনামূল্যে আর রেশন দেওয়া হবে কিনা, তা এখনও জানা যাচ্ছে না।" এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। চলছে শাসক-বিরোধী তরজা।
পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাসের পর এবার কিছুটা দাম কমতে চলেছে ভোজ্য তেলের। শুক্রবার কেন্দ্র ঘোষণা করেছে, অপরিশোধিত পাম তেল, সোয়াবিন তেল ও সানফ্লাওয়ার তেলের ওপর বেসিক ডিউটি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতদিন এই পণ্যগুলোর ওপর ২.৫ শতাংশ শুল্ক দিতে হত। সোয়াবিন ও সানফ্লাওয়ার তেলের থেকে কৃষি সেস ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাম তেলের কৃষি সেস ৭.৫ শতাংশ করা হয়েছে।