মণিপুরে শনিবারের জঙ্গি হামলায় (Manipur Terror Attack) নিহতদের মধ্যে রয়েছেন এক বাঙালি জওয়ানও। অসম রাইফেলসের ওই জওয়ানের নাম শ্যামল দাস। বাড়ি মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম থানা এলাকার কীর্তিপুর গ্রামে।
শনিবার রাতেই মণিপুরে জঙ্গি হানায় তাঁর মৃত্যুর খবর পৌঁছয় গ্রামের বাড়িতে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Manipur Terrorist Attack: আসাম রাইফেলসের উপর হামলার দায় স্বীকার করল দুই জঙ্গিগোষ্ঠী
জানা গেছে, রবিবার প্রথমে কলকাতায় পৌঁছবে নিহত জওয়ানের দেহ। এরপর সড়ক পথে তাঁর দেহ নিয়ে আসা হবে পৈতৃক গ্রামে। সেখানেই পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।