কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট করল কংগ্রেস(Congress), তৃণমূল(TMC) সহ পাঁচ বিরোধী দল। সোমবার সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে রাজ্যসভার ১২জন সাংসদের সাসপেনশন নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। শুধুমাত্র যে সমস্ত দলের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে সেই কংগ্রেস(Congress), তৃণমূল(TMC), সিপিআইএম(CPIM), শিবসেনা(Shiv Sena) এবং সিপিআইকে(CPI) বৈঠকে ডাকা হয়।
কেন শুধুমাত্র পাঁচটি দলকেই বৈঠকে ডাকা হল, তার প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge) এবং বামেদের(Left) তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। মল্লিকার্জুনের দাবি, বিরোধীদের(Opposition) ঐক্য ভাঙার ষড়যন্ত্র ছাড়া এই বৈঠক আর কিছু নয়। বৈঠক ডাকতে হলে, ডাকতে হবে সব দলকে। তৃণমূলের(TMC) তরফে দাবি করা হয়েছে বৈঠক নয়, বরং ১২জন সাংসদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক।
আরও পড়ুন- KMC Election 2021: মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলঘোষণা, বুথফেরত সমীক্ষায় এগিয়ে তৃণমূল
যদিও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী(Prahlad Joshi) কটাক্ষ করে বলেছেন, আসলে মানুষই ওদের বয়কট করেছে। কেন্দ্র সরকার সমাধান খুঁজতেই ওই পাঁচটি দলকে বৈঠকে ডেকেছিল বলে মন্তব্য করেছেন তিনি।