পেগাসাস দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারকে সংসদে কোনঠাসা করতে আজ বৈঠকে বসছেন বিরোধী সাংসদরা।
সংসদকক্ষেই আজ সকাল দশটায় বৈঠকে বসবেন বিরোধী সাংসদরা। পেগাসাস দূর্নীতিকে হাতিয়ার কর কীভাবে আক্রমণ শানানো হবে তা নিয়েই আলোচনা হবে বৈঠকে।
সোমবার বাদল অধিবেশনের শুরুতেই পেগসাস দুর্নীতি নিয়ে সরব হন বিরোধীরা।
হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ও লোকসভার অধিবেশন।