আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে(world trade centre) হামলার জন্য দায়ী নন নিহত আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন(osama bin laden)। জোর গলায় এমনটাই দাবি করলেন তালিবান(taliban) মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। তালিবান মুখপাত্রের দাবি, হামলার সঙ্গে যে লাদেন জডিত ছিল এমন কোনও প্রমান এখনও মেলেনি।
জাবিউল্লা মুজাহিদের দাবি, “ লাদেনই যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিলেন, তালিবান সেই তথ্য মানে না।”জাবিউল্লা দাবি করেন, তালিবান কোনও দিনই সে কথা বিশ্বাস করেনি আর ভবিষ্যতে করবেও না। ভয়ঙ্কর সেই ঘটনার পর ২০ বছর কেটে গিয়েছে। তারপরেও কি কেউ প্রমান করতে পেরেছে ওসামা বিন লাদেনই(osama bin laden) এই ঘটনার মাস্টারমাইন্ড? সংবাদমাধ্যমের কাছে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তালিবান মুখপাত্র।