ফোনে আড়িপাতার ঘটনায় রাজ্য সরকারের গঠিত কমিশনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যে মামলা হয়েছিল, তাতে রাজ্যকে নোটিস দিল শীর্ষ আদালত।
বুধবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে রাজ্যকে একটি হলফনামা দেওয়ার কথা বলা হয়েছে। হলফনামা দিয়ে রাজ্য সরকারকে কমিশন সম্পর্কে জানাতে হবে। পেগাসাস (Pegasus)-কাণ্ডের তদন্ত করতে একটি কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সম্প্রতি, ‘গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা শীর্ষ আদালতে ওই কমিশনকে চ্যালেঞ্জ করে এই আবেদন জানিয়েছে। আজ ছিল সেই মামলার দ্বিতীয় দিনের শুনানি।