পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে জনস্বার্থ মামলার আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। ভারতের মুখ্য বিচারপতি এনভি রমনা জানিয়েছেন, এই আবেদনের শুনানি হবে আগামী সপ্তাহে।
আড়িপাতা কাণ্ডে বিভিন্ন মহল থেকেই সুপ্রিম কোর্টের তরফে স্বাধীন তদন্তের দাবি করা হচ্ছিল। কেন্দ্রের তরফে সাফ জবাব ছিল, বিশেষ তদন্তকারী দলের কোনও প্রয়োজনই নেই কারণ, পেগাসাস কাণ্ড নিয়ে যেসব অভিযোগ উঠছে তা সব ভুয়ো। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির নেতারা অভিযোগ, বাদল অধিবেশনের সময় ইচ্ছে করেই ভিয়ো বিতর্ক খাড়া করছে বিরোধীরা। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার আবেদন করেন এন রাম এবং শশী কুমার নামক দুই বর্ষীয়ান সাংবাদিক।
প্রাক্তন অথবা বর্তমান বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন করেছেন তাঁরা। পেগাসাস কাণ্ড ব্যক্তি স্বাধীনতায় বড়সড় আঘাত বলে ব্যক্ত করেছেন দুই সাংবাদিক। মুখ্যবিচারপতি জানিয়েছেন, কাজের চাপের ওপর নির্ভর করে পরের সপ্তাহে এই মামলার শুনানির ব্যবস্থা হবে।
পেগাসাস কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের কাছে প্রথম আর্জি জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়